ভবিষ্যৎ পরিকল্পনা
শিল্পনগরীর রুগ্ন/বন্ধ শিল্প ইউনিট চালুকরণে কার্যক্রম গ্রহণ; শিল্পনগরীর বিভিন্ন খাতে আদায় শতভাগ নিশ্চিতকরণে কার্যক্রম গ্রহণ এবং মামলাসমূহের দ্রুত নিষ্পত্তিকরণে কার্যক্রম জোরদারকরণ এবং বিসিক নিজস্ব তহবিল (বিনিত ঋণ) ও বিসিক প্রণোদনা ঋণ শতভাগ আদায় কার্যক্রম।
২০২১-২০২২ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ
১. শিল্পনগরীর অবরাদ্দকৃত প্লট শতভাগ বরাদ্দকরণ;
২. রুগ্ন/বন্ধ শিল্প ইউনিট চালুকরণ;
৩. শিল্পনগরীর বিভিন্ন খাতে আদায় শতভাগ নিশ্চিতকরণ;
৪. মামলাসমূহের দ্রুত নিষ্পত্তিকরণ;
৫. অডিট আপত্তি নিষ্পত্তিকরণ;
৬. মুজিববর্ষ উপলক্ষ্যে অত্র জেলায় শিল্প মেলার আয়োজন;
৭. বেসরকারি পর্যায়ে ১.১০ মে. টন মধু উৎপাদন;
৮. বিসিক নিজস্ব তহবিল (বিনিত) থেকে ১৩ লক্ষ টাকা ঋণ বিতরণ, বিসিক প্রণোদনা ঋণ ১০০ লক্ষ টাকা বিতরণ এবং আদায়ের
হার শতভাগ নিশ্চিতকরণ;
৯. ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS